সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বুধবার বিকালে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
গত শুক্রবার ‘গ্লোবাল সামিট অব উইমেন’ সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া যান শেখ হাসিনা। সেখানে সিডনি আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮’ গ্রহণ করেন এবং অনুষ্ঠিত প্রীতিভোজে যোগ দেন।
শেখ হাসিনা শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে তাঁর বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক করেন। শেখ হাসিনা বিশ্ব নেতাদের সামনের রোহিঙ্গা সঙ্কটের সমাধানের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন। সরকারপ্রধানদের সম্মেলনের যৌথ ঘোষণায় রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে এবিষয়ে স্বাধীন তদন্তের দাবি জানানো হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com