এনামুল কবির সবুজ,(যশোর):যশোর মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালের জন্য ক্রয়কৃত সরঞ্জামের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে ‘করোনা দুর্যোগ উত্তরণে গণকমিটি’। জেলা প্রশাসন চত্বরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।
এছাড়া দ্রুত যশোর মেডিকেল কলেজে হাসপাতাল চালু, দুর্নীতির দায়ে অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ ও বিচার, স্বাস্থ্যখাতসহ সকল খাতের দুর্নীতি লুটপাটের বিচার, প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের ব্যবস্থা ও পূর্ণাঙ্গ স্বাস্থ্যকেন্দ্র করার দাবি করা হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণকমিটির যুগ্মআহ্বায়ক হাচিনুর রহমান, জিল্লুর রহমান ভিটু, হারুন-অর-রশীদ, মাহবুবুর রহমান মজনু, সনোয়ার আলম খান দুলু, অ্যাড. চুন্নু সিদ্দিকী প্রমুখ।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, যশোর মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয়সহ বিভিন্ন অনিয়ম সম্পর্কে মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত দোষীদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নিতে হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com