মোঃ মনির হোসেন শাহীন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আইজিপি মহোদয়ের প্রাধিকারভুক্ত কার্যতালিকায় দেশমাতৃকাকে মাদকমুক্ত করার চলমান অভিযানকে জোরদার করতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রইছ উদ্দিন সহ জেলা পুলিশ। সকলে সম্মিলিতভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে বদ্ধপরিকর হয়ে মাঠ পর্যায়ে নিরলস ভাবে কাজ করছেন।
তারই ধারাবাহিকতায় ২৭/০৭/২০২০ইং তারিখ ১৮.৪৫ ঘটিকার সময় জাবেদ মাহমুদ, অফিসার ইনচার্জ, আশুগঞ্জ থানার নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/শ্রীবাস চন্দ্র দাস, এটিএসআই/রুপক চন্দ্র সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনকালে আশুগঞ্জ থানাধীন ২নং চরচারতলা ইউপিস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর পূর্ব মাথায় টোল প্লাজা ঢাকা সিলেট মহাসড়ক ঢাকা গামী রাস্তার উপর দক্ষিণ পার্শ্ব হতে মাদক ব্যবসায়ী মোঃ ইয়াছিন আরাফাত প্রীতম (৩২), পিতা- মোঃ মাহবুব আলম, মাতা- মোছাঃ মমতাজ বেগম স্থায়ী : গ্রাম- হারুয়া (পূর্ব পাড়া ফিরাসী রোড আকরা বাজার), উপজেলা/থানা- কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জকে ২,৬০০ (দুই হাজার ছয় শত) পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১টি মোটরসাইকেল সহ হাতে নাতে গ্রেফতার করে।
এই সম্পর্কে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ বলেন,গ্রেফতারকৃতর বিরুদ্ধে প্রচলিত ধারায় মামলা রুজু করে জেল হজতে প্রেরণ করা হবে।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com