মনিরুল ইসলাম মেরাজ:গাজীপুর মহানগরীর জাতীয় উদ্যানের পাশে গতকাল রাতে র্যাব- ১ এর সাথে বন্দুকযোদ্ধে দুইজন নিহত হয়েছে। র্যাবের দাবি নিহতরা সন্ত্রাসী। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি শট গান ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব- ১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে.আব্দুল্লাহ আল মামুন জানান, ন্যাশনাল পার্ক এলাকায়,কয়েকজন সন্ত্রাসী ডাকাতির
উদ্দেশ্যে অবস্থান করছিল। খবর পেয়ে রাতে র্যাব এর একটি টিম ওই এলকায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিততি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাব কে লক্ষ করে গুলি ছোড়তে শুরু করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ ও বিদেশি পিস্তল সহ গুলি উদ্ধার করা হয়।
র্যাব - ১ জানায়, দুই পক্ষ গুলাগুলিতে র্যাবের একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছে। পরবর্তীতে লাশগুলো উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com