এম এ এইচ চৌধুরী মিথুন-২৯/০৭/২০২০ইং
বহুল আলোচিত নরসিংদীর সীসার ছিনতাই কাণ্ডে অভিযুক্ত রিমন-একমিসহ বিএনপি-জামাত নেতাকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করলেন এমপি হিরো।ইতোমধ্যে সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত হয় সীসা কান্ডে একমির জড়িত হওয়ার বিষয়টি। অল্প কিছুদিনের মধ্যেই অডিও রেকর্ডিং এ প্রকাশ পায়। যেখানে নাম চলে আসে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিমন এবং নরসিংদী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি একমি'র।
নরসিংদী-১ আসনের এমপি হিরোর সাথে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেখা যায় রিমন এবং একমিসহ সীসাকান্ডে অভিযুক্ত পালিয়ে বেড়ানো বেশ কিছু চিহ্নিত অপরাধীদেরকেও। এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে কলেজ শাখা ছাত্রলীগ কমিটি।এক সময় সম্মেলন করে এমপি হিরো যাদেরকে সভাপতি-সাধারণ সম্পাদক ঘোষণা দিয়ে নির্বাচিত করেছিলো তাদেরকে বাদ দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রলীগ নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে উদ্ধেগ প্রকাশ করেছেন।
অনুষ্ঠানের আরেকটি আশ্চর্যজনক বিষয় নরসিংদীর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান, বিগত জাতীয় নির্বাচনে নরসিংদী-২ আসনে ধানের শীষের প্রার্থী মনজুর এলাহীর আপন ছোট ভাই, সক্রিয় বিএনপি নেতা মনির সশরীরে উপস্থিত ছিলো। এই বিএনপি নেতাকে গোপনে জামাত-শিবিরের মদদদাতা হিসেবে আওয়ামীলীগ সমর্থিত অনেক সিনিয়র নেতৃবৃন্দ চিহ্নিত করেন।
এমপি হিরোর সাথে মনজুর এলাহীর ছোট ভাই মনিরের উপস্থিতির ছবিটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।স্থানীয় বিভিন্ন নেতা কর্মী ফেসবুক স্ট্যাটাসে তাদের বক্তব্য পরিষ্কার করে তারা বলেন “এই প্রোগ্রামের মধ্য দিয়েই প্রমাণিত হলো এমপি হিরো আশ্রয়-প্রশ্রয়েই এত প্রমাণ থাকা সত্ত্বেও দাঁপিয়ে বেড়াচ্ছে সীসাকান্ডে অভিযুক্তরা।এক অদৃশ্য শক্তির ইন্ধনে পুলিশ গ্রেপ্তার করছে না সীসাকান্ডের ভিডিও ফুটেজে প্রমানিত অপরাধীদের।
এদিকে নরসিংদীর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতিকে ভারমুক্ত করে সভাপতি নির্বাচিত করে মিন্টুকে কিন্তু উক্ত আয়োজকদের আয়োজনে অনুষ্ঠান থাকায় ছাত্রলীগের সভাপতি মিন্টু এই বৃক্ষরোপণ অনুষ্ঠান বর্জন করেন।একই দিনে জেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় শহরে বাসাইল এলাকায় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর আওয়ামীলীগের সভাপতি, পৌর মেয়র কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু। এছাড়াও উক্ত আয়োজনে উপস্থিত ছিলো নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি রাজীব সরকার। নরসিংদী সদর থানা ছাত্রলীগের সভাপতি, ফয়সাল ছাড়াও সাধারণ সম্পাদক শেখ শামীম। নরসিংদী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিবলী ও সাধারণ সম্পাদক অতুল সহ স্থানীয় যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের শীর্ষ অসংখ্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।অন্যদিকে এর সীসাকাণ্ডে জড়িতদের নিয়ে এমপি হিরোর অনুষ্ঠান করার কারনে নরসিংদীর আওয়ামীপন্থী রাজনীতিবীদদের তেমন কাউকে দেখা যায়নি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com