সাবরীন জেরীন:মাদারীপুর শেখ কামাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলেজটিতে সোমবার ( ২৭ জুলাই ২০২০) এ বছরে ১ম,২য়,৩য় ও ৪র্থ শেষ বর্ষে মোট ২৭১ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করেন। প্রথম বর্ষে ৫৫জনের মধ্যে ৪২ জন পাশ করেন। ২য় বর্ষে ৭২ জনের মধ্যে ৫৮ জন পাশ করেন। ৩য় বর্ষে ৭১ জনের মধ্যে ৫৩ জন পাশ করেন। ৪র্থ শেষ বর্ষে ৭৩ জনের মধ্যে ৬২ জন পাশ করেন। মোট পাশের হার ৭৯.৩৪%। প্রথম বর্ষের ছাত্রী আয়শা সিদ্দিকা যার রোল নং-৬৯৬৯ তিনি সম্মিলিত মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করেন। এবং ২য় বর্ষের ছাত্রী আবিদা যার রোল নং-৫৯৮৫ তিনি সম্মিলিত মেধা তালিকায় ১০ম স্থান অধিকার করেন।
মাদারীপুর শেখ কামাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এমদাদুল হক খান বলেন,
কলেজটি ২০১৫ সাল হইতে বোর্ড ফাইনাল পরিক্ষায় অংশ গ্রহন করে সুনামের সাথে সম্মিলিত মেধা তালিকায় স্থানসহ সন্তোষজনক হারে পাশ করে আসছে। কলেজটি ২০২০-২০২১ ইংরেজী সেশনে ১ম বর্ষের ভর্তির কার্যক্রম ১লা জুলাই হতে শুরু হয়েছে। যাহা ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত যথারীতি চলবে।
সাবরীন জেরীন,মাদারীপুর।
৩০-০৭-২০২০
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com