পঞ্চগড়ের আটায়ারীর থানা পুলিশ একই রঙ্গের পাঞ্জাবী পড়ে এবারের ঈদ উদযাপন করেছে। শনিবার (১ আগষ্ট) ত্যাগের মহিমায় পশু কোরবানির মধ্যদিয়ে উদযাপিত হয় পবিত্র ঈদ-উল-আযহা। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণের কারণে ঈদ-উল-ফিতরের মতো এ ঈদেও সরকারী চাকুরীজীবিদের নিজ কর্মস্থলে থেকেই ঈদ পালন করতে হচ্ছে। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে না পারায় জেলায় কর্মরত সকল পুলিশ সদস্যদের একই রঙ্গের পাঞ্জাবী পড়ে ঈদের নামাজ আদায় সহ ঈদ আনন্দ উপভোগ করার ব্যবস্থা করেন জেলা পুলিশের কর্তা পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। তাই এবারের ঈদ উদযাপনে পঞ্চগড় জেলা পুলিশের ব্যতিক্রমী এ উদ্যােগ ঈদে অন্য মাত্রা যোগ করেছে। জেলার অন্যান্য থানার ন্যায় এ চিত্র আটায়ারী থানা সহ বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রেও দেখা গেছে। পাশাপাশি হাজার হাজার মুসুল্লী যাতে নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য উল্লেখযোগ্য মসজিদগুলোতে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এক্ষেত্রে সন্দেহ ভাজনদের তল্লাশী করে মসজিদে প্রবেশ করানো হয়েছে। এ প্রসঙ্গে আটায়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন বলেন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী মহোদয় একজন মানবিক পুলিশ অফিসার। তিঁনি আমাদের পর পর দুই ঈদে কোন পুলিশ সদস্যকে ছুটিতে ছাড়তে না পারলেও উনার উপহার পেয়ে আমরা অত্যন্ত খুশী হয়েছি। তিনি আরও বলেন, ইতোমধ্য স্যারের সঠিক নির্দেশনায় জেলায় কর্মরত পুলিশ সদস্যরা উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে এলাকার মানুষকে সেবা দিয়ে যাচ্ছে এবং আমরাও কাজ করার উৎসাহ পাচ্ছি। এককথায় তিনি আমাদের যোগ্য অভিভাবক।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com