দুই সুন্দরী অভিনেত্রী, তানিয়া গঙ্গোপাধ্যায় ও সুদীপ্তা চক্রবর্তী শুধুমাত্র অভিনয়ের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখতে চান না। দু’জনেই এবার প্রযোজকের ভূমিকায়। বড় ছবি নয়, ছোট ছবি দিয়েই শুরু করেছেন দু’জনে।
ইউটিউবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘অসমাপ্ত’-র অন্য়তম প্রযোজক তানিয়া। বাকি দুই প্রযোজক হলেন কৃষ্ণেন্দু সন্নিগ্রাহী ও অমিতাভ বাগচী। ছবির পরিচালক তথাগত মুখোপাধ্যায়। অভিনয়ে তথাগত এবং শাশ্বতী ভট্টাচার্য। বেশ নিটোল একটি ছবি। বাহুল্যবর্জিত কিন্তু ভীষণ ভাবে মনকে ছুঁয়ে যায়। প্রযোজক হিসেবে এটা তানিয়ার প্রথম পদক্ষেপ। কিন্তু সুদীপ্তা চক্রবর্তী গত বছরের মাঝামাঝি থেকেই মন দিয়েছেন প্রযোজনাতে। পার্থসারথি জোয়ারদার, স্বর্ণশেখর জোয়ারদার ও সুদীপ্তার পার্টনারশিপে তৈরি হয়েছে স্পার্কস ফিল্মস। ছোট ছবি দিয়েই শুরু হয়েছে কাজ। সম্প্রতি এই ব্যানারের চতুর্থ ছবিটি মুক্তি পেয়েছে ইউটিউবে— ‘দ্য মাউন্টেন ডায়েরি’। অন্যতম প্রযোজক তো বটেই, নায়িকা হিসেবেও এই ছবিতে রয়েছেন সুদীপ্তা। গল্প, চিত্রনাট্য ও পরিচালনা স্বর্ণশেখর জোয়ারদারের, ছবির নায়কও তিনি।অভিনেতা থেকে প্রযোজক হওয়ার উদাহরণ বাংলা বিনোদন জগতে ভুরি ভুরি। দেব, সোহম, জিৎ, রুদ্রনীল ঘোষ, পরমব্রত, অরিন্দম শীল, প্রত্যেকেই একটা সময় পরে পরিচালনা অথবা প্রযোজনার দিকে মন দিয়েছেন। পাশাপাশি অভিনয়টাও থেমে থাকেনি। কিন্তু ওই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে এমন উদাহরণ হাত গোনা। বাংলা টেলিভিশনের মিলেনিয়াল প্রজন্মের মধ্যে কিন্তু তানিয়া ও সুদীপ্তা এই ব্যাপারে অনেকটাই এগিয়ে গিয়েছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com