উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ার পাঁচ কলেজ ছাত্রকে জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত। রবিবার (৯আগষ্ট) সকাল ১০টায় পানিপাড়া ইকো পার্কের সামনের রাস্তা থেকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করার জন্য স’ন্দেহজনক পাঁচ কলেজ ছাত্রকে উপজেলার নড়াগাতী থানা পুলিশ আ’টক করে। পরে দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদার আদালতে হাজির করলে প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।
তারা হলো, গোপালগঞ্জ জেলার বেদ গ্রামের বদ্যনাথ সাহার ছেলে বাপ্পা সাহা(১৯), থানা পাড়ার শুধাংশু কর্মকারের ছেলে দীপ কর্মকার(২০), সিকদার পাড়ার মিহির ভট্টাচায্যের ছেলে মিন্টু ভট্টাচায্য (২১), সাহা পাড়ার মৃ*ত প্রভাস চন্দ্র সাহার ছেলে জয় সাহা(২১)ও দক্ষিণ মৌলবী পাড়ার মঞ্জুরুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম(৩০)। তারা জরিমানা টাকা পরিশোধ করলে আদালত তাদের ছেড়ে দেয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com