যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তের বালুন্ডা গ্রাম থেকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ শফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃত আসামী- মোঃ শফিকুল ইসলাম (৪২) সে বালুন্ডা গ্রামের পূর্বপাড়া মৃত হাতেম আলী মোড়লের ছেলে।
বেনাপোর পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন মাদক ব্যবসায়ী সীমান্ত পথ দিয়ে বিপুল পরিমাণ মাদক দেশের অভ্যন্তরে এনে বালুন্ডা গ্রামে অবস্থান করছে। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে বালুন্ডা গ্রামের উত্তরপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ শফিকুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান উপরোক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে। মামলা নং-১১। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com