গোপালগঞ্জে ভাতিজির বিয়ের অনুষ্ঠানে শাটারগানের ফাঁকা গুলি বর্ষণ করে আনন্দ উল্লাস করলেন চাচা মো. কাবুল শেখ। কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে কাবুলের ভাই নান্নু শেখের মেয়ে শিলা খানমের বিয়েতে এ ঘটনা ঘটে। মো. কাবুল তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে শাটারগানের ফাঁকা গুলি নিক্ষেপের ভিডিও প্রকাশ করেন। আজ শুক্রবার এই ভিডিও প্রকাশ করেন তিনি।
চলতি মাসের ৩ আগস্ট কাবুলের ভাই নান্নু শেখের মেয়ে শিলা খানমের সাথে পার্শ্ববর্তী চৌরখুলী গ্রামের এস্কেন্দার ভূঁইয়ার ছেলে সবুজ ভূঁইয়ার বিয়ে হয়। বিয়ের দিন বর আসার পর পর কাবুল শাটারগান দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে আনন্দ উল্লাস প্রকাশ করেন।এ ব্যাপারে জানতে চাইলে মো. কাবুল বলেন, বন্দুকটি বীরবিক্রম হেমায়েত উদ্দিনের। হেমায়েত উদ্দিনের মৃত্যুর পর তাঁর ছেলে নান্নু শেখ বন্দুকটি তাঁর নামে বদলি করেছেন। এটি একটি বৈধ বন্দুক। নান্নুর মেয়ের বিয়েতে আনন্দ উৎসব করার জন্য আমরা এক রাউন্ড গুলি ফুটিয়েছি মাত্র। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সামান্য সাইকেল গ্যারেজের ব্যবসায়ী। এ সম্পর্কিত আইন আমার জানা নেই। যদি অন্যায় হয়ে থাকে, তাহলে আমি এই কাজের জন্য ক্ষমাপ্রার্থী।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। ঘটনা জানার পর বিষয়টি খতিয়ে দেখছি। প্রকৃত ঘটনা জানার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com