ঢাকা আহ্ছানিয়া মিশনের নিজস্ব অর্থায়নে গতকাল সাতক্ষীরা পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডে সাতক্ষীরা পৌরসভার কোভিড ১৯ এর প্রভাবে ঝুকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্টির মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য বিধি সম্মত সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল (৩০ কেজি), ডাল (০১ কেজি) সয়াবিন তৈল (০১ লিটার), আয়োডিনযুক্ত লবণ (০১ কেজি) চিনি (০১ কেজি) আলু (০২ কেজি) পিয়াজ (০১ কেজি) এবং স্বাস্থ্য বিধি সম্মত উপকরণগুলোর মধ্যে রয়েছে গোসল ও হাত ধোয়া সাবান (০৩ টি ১২৫ গ্রাম) ডিটারজেন্ট পাউডার(০১ প্যাকেট ৫০০ গ্রাম) পুনঃ ব্যাবহার যোগ্য মাস্ক(০৪ টি) স্যানিটারী ন্যাপকিন (০১ প্যাকেট ৮-১০ পিচ) । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সেলর শেখ আব্দুস সেলিম ১,২ ও ৩ নং ওয়ার্ড (সংরক্ষিত) কাউন্সেলর জোৎ¯œা আরা। উক্ত ত্রান বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অতিথীবৃন্দ তাদের বক্তব্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের পেপসেপ প্রকল্পের স্বাস্থ্য সেবা কার্যক্রমের প্রশংসা করেন এবং সাতক্ষীরা পৌরসভার কোভিড১৯ এর প্রভাবে ঝুকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্টির মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য বিধি সম্মত সামগ্রী বিতরণের জন্য ধন্যবাদ দেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ ও ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের এবং হেলথ এন্ড নিউট্রেশন ভাউচার স্কিম ফর পুওর,এক্সট্রিম পুওর এন্ড সোশ্যালি এক্সক্লুডেড পিপ্ল (পেপসেপ) প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কমিউনিটি ভলেন্টিয়ারবৃন্দ।-প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com