দেশ গড়ার লক্ষ্য মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অব্যাহত মাদক বিরোধী অভিযানে বড়লেখা উপজেলার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাঁড়াশী অভিযানে নেমেছে বড়লেখা থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এর নির্দেশনায় ২৪৫ পিছ ইয়াবা সহ শীর্ষ ইয়াবা ব্যবসায়ী জুয়েল আহমদকে বড়লেখা থানার এসআই শরীফ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণভাগ এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, জুয়েল উদ্দিন (২৩) বড়লেখা থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন যাবত মরন নেশা ইয়াবা ব্যবসার সাথে জড়িত। জুয়েল বড়লেখা উপজেলার মুড়াউল গ্রামেন ছগির মিয়ার ছেলে।
এ ঘঠনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর (৩৬) এর ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। বড়লেখা থানার মামলা নং ১০ (৮) ২০২০।
এব্যাপারে বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, জুয়েল দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসার সাথে জড়িত। সে বড়লেখা থানার শীর্ষ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের একজন। মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্য আমাদের বড়লেখা থানা পুলিশের অব্যাহত মাদক বিরোধী অভিযানে ২৪৫ পিছ ইয়াবা সহ হাতেনাতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ সকালেই (১৮/৮) তাকে কোর্টে প্রেরন করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com