ছ’টি শহর থেকে কলকাতার সরাসরি উড়ান এই মুহূর্তে বন্ধ। অর্থাৎ, এই শহরগুলি থেকে কেউ সরাসরি কলকাতায় আসতে পারছেন না। কিন্তু কলকাতা থেকে ওই সব শহরে যাওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা ছিল না। এ বার কলকাতা থেকে ধীরে ধীরে শুরু হচ্ছে দিল্লি, মুম্বইয়ের একপিঠের উড়ান।
সোমবার ইন্ডিগো কলকাতা থেকে দিল্লি রুটে উড়ান চালিয়েছে বলে কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। এ বার তারা পরপর দিল্লি এবং মুম্বই রুটে কয়েকটি উড়ান চালাবে। সবগুলিই একপিঠের। ট্র্যাভেল এজেন্টদের তরফে জানানো হয়েছে, গো এয়ার এবং ভিস্তারাও কলকাতা থেকে একপিঠের উড়ান চালু করছে।
রাজ্যের মতে, দিল্লি, মুম্বই, চেন্নাই, আমদাবাদ, নাগপুর ও পুণে— এই ছ’টি শহর থেকে যাত্রীরা শহরে এলে কলকাতা তথা রাজ্যে করোনার প্রকোপ বাড়বে। যদিও নিয়মিত ভাবে দিল্লি, মুম্বই থেকে অন্য শহর ঘুরে কলকাতায় আসছেন যাত্রীরা। গত ৬ জুলাই থেকে রাজ্যের অনুরোধে এই ছ’টি শহর থেকে উড়ান আসা বন্ধ করে দিয়েছে বিমান মন্ত্রক। তার পরে তিন দফায় সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। আপাতত ৩১ অগস্ট পর্যন্ত তা বহাল রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com