কোটি টাকার হেরোইনসহ রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফাকে (৫৭) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২১ আগস্ট) র্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাজশাহীর মোল্লাপাড়া র্যাব ক্যাম্পের একটি দল সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফাকে আটক করে। এ হেরোইনের বাজার মূল্য কোটি টাকার ঊর্ধ্বে। সকালেই তাকে গোদাগাড়ী থানায় তাকে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com