কুমিল্লার মেস ভাড়া ৪০% মওকুফ করা হয়েছে
আজ কুমিল্লা ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মেস ভাড়া মওকুফের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দিতে গেলে ডিসির পক্ষে স্মারক লিপি গ্রহন করেন এডিসি কুমিল্লার পুবালি
চত্বরে অবস্থান নেন । সমাজতান্ত্রিক ছাত্র
সংগঠনের নেতা কর্মীরা
এই সময় তারা কুমিল্লা
জেলার সাধারণ ছাত্রদের
পক্ষে মানববন্ধন করেন।
তারা তাদের এই প্রতিবাদী কর্মসূচির জন্য স্মারক লিপি তৈরি করেন। তাদের
স্মারক লিপি ওনারা কুমিল্লা জেলার ভারপ্রাপ্ত
এডিসির নিকট প্রদান করেন।
স্মারক লিপি গ্রহনকালে এডিসি বলেন, আমরা মেস মালিকদের সাথে বসেছি এবং ৪০ % মেস ভাড়া মওকুফ করা হয়েছে।
শিক্ষার্থীরা এ আইন বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের নিকট আবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর কেন্দ্রীয় সংগঠক বিকাশ শীল , ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদ এর এম এ হামজা ও মহিউদ্দীন আকাশ
প্রসঙ্গত মেস ভাড়া মওকুফের দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের মানববন্ধন ও আজ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
পুবালি চত্বরে আইন শৃঙ্খলা বাহিনীর করা তদারকিতে সমাজতান্তিক ছাত্র সংগঠন তাদের কর্ম কান্ড সম্পন্ন করেন।এই মানব বন্ধনকে কেন্দ্র করে যেন কোন অপ্রতি ঘটনা না ঘটে তাই ঐখানে উপস্থিত ছিলেন ১জন ইন্সপেক্টর ও২জন এস আই এবং ২ জন কনস্টেবল। সকলের সহযোগিতায় সুন্দর ও সাবলীল ভাবে ঐ মানব বন্ধনে ও বক্তৃতা সভা অনুষ্ঠিত হয়
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com