সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল স্যারের ব্যক্তিগত উদ্যোগ ও নির্দেশনায় যুগান্তকারী কাজটি হয়েছে। প্রায় ৯৫০ জন কর্মকর্তা, শিক্ষক, মসজিদের ঈমান, ভলানটিয়ার মিলে কালিগঞ্জ উপজেলার প্রায় ৯০ হাজার পরিবার বা ছোট পরিবার প্রধানের বিপরীতে ৩৮ ধরণের তথ্য সংগ্রহ করে Central Data Store, CDS গড়ে তোলা হয়েছে। সরকারি প্রচলিত কি কি সুবিধা প্রতিজন নাগরিক বর্তমানে পাচ্ছেন ও ভবিষ্যৎএ সে সুবিধা পাওয়ার উপর্যুক্ত কিনা সেসব মানদন্ড যেমন জমির পরিমান, মাসিক উপার্জন ইত্যাদি সমেত।
ব্যবস্থাপনাঃ ডাটাগুলো প্রতি ইউনিয়ন পরিষদের এর নামে ওয়ার্ডভিত্তিক আলাদা আলাদা শেল্ফে সংরক্ষণ করা হয়েছে। একজন স্টাফকে নিয়োজিত করা হয়েছে যে কোন ব্যক্তির সম্পর্কে ভোটার আইডি কার্ড দিয়ে সার্চ করে তথ্য বের করার জন্য। সমুদয় ডাটার সফট কপি করা প্রক্রিয়াধীন রয়েছে।
কাঙ্ক্ষিত সুবিধাঃ
০১) সুবিধাভোগী নির্বাচনে শতভাত যথার্থতা নিশ্চিত করা সম্ভব হবে। এখন যারা সুবিধাভোগী নির্বাচন করবেন তারা ভবিষ্যৎ এ ও করবেন কিন্তু তাদের সঠিকতা যাচাইয়ের জন্য এখন হাতের কাছেই তথ্য থাকবে। বর্তমান ব্যবস্থায় উপর্যুক্ত সুবিধাভোগি নির্বাচন করা হয় নাই এমন অভিযোগ তদন্ত করিয়ে ব্যবস্থা নেয়া সময়সাপেক্ষ এবং অনেক ক্ষেত্রেই অধিক সময় ক্ষেপণের কারনে অভিযোগের গুরুত্ব হারিয়ে যায়।
০২) সবাই যখন জানবেন যে সেন্ট্রাল ডাটা স্টোরে সব ডাটা আছে এবং সেখানে চেক হবে ফলে সবাই অটো সুবিধাভোগী নির্বাচনে সতর্ক ও যত্নবান হবেন।
০৩) এখন হতে প্রদত্ত সকল সুবিধা উক্ত সেন্ট্রাল ডাটা স্টোরে সংযুক্ত করা হবে। ফলে একজন ব্যক্তির বিপরীতে কি পরিমান সরকারী সুবিধা প্রদান করা হলো তার হিসেব বের করা সহজ হবে। এখন যেটা স্থানীয় চেয়ারম্যান মেম্বারগ্ণ তাদের স্মৃতি হতে করেন।
০৪) পর্যায়ক্রমে এনজিও কর্তৃক প্রদত্ত সুবিধাও সংযুক্ত করা হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com