মানবেন্দ্র মজুমদার
চিতলমারী থানা প্রতিনিধি÷
র্যাব-৬,খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, বাগরেহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন বলইবুনিয়া গ্রামস্থ্য সাইনর্বোড হতে মোড়েলগঞ্জ গামী সড়ক সংলগ্ন জনকৈ হামিদ বেগ এর বাড়ীর পশ্চিম পাশে কতপিয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বক্রিয়ের উদ্দেশ্য অবস্থান করছে।এরুপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ২৮ আগষ্ট রাতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ মহিদুল শেখ(২৫),পিতা-মৃত-আব্দুল মজিদ শেখ, সাং-০৭নং ওর্য়াড, আলতগিুরুজ বাড়িয়া, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাটকে ৮৫০ গ্রাম গাজাঁসহ হাতেনাতে গ্রেফতার করে । গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করতঃ তাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com