বানিয়াছল খালপাড় এলাকায় আমির হোসেন হত্যা মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী শাহিন মোল্লা @ পেট কাঁটা শাহিন @ কবির আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারঃ
অদ্য ইং-৩০/০৮/২০২০ খ্রিঃ তারিখ ভোর ০৫:৩০ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন বানিয়াছল খালপাড় এলাকায় আমির হোসেন(৪২),পিতামৃত-ফয়েজ উদ্দিন,সাং-ঘোড়াদিয়া,থানা ও
জেলা-নরসিংদী গুলিতে নিহত হয়।নিহতের আত্মীয়-স্বজনের তথ্য মতে জানা যায় শাহিন নামে একজন মোবাইল ফোনে ডেকে নিয়ে আমির হোসেনকে গুলি করে।উক্ত তথ্যের ভিত্তিতে এসআই সৈয়দ রুহুল আমিন,নরসিংদী মডেল থানা ও এসআই তাপস কান্তি রায়, জেলা গোয়েন্দা শাখা নরসিংদীর দুটো টিম তদন্তে নামে এবং ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী আসামী (১)শাহিন
মোল্লা @ পেট কাঁটা শাহিন @ কবির(৩৭),পিতা-খোরশেদমোল্লা,
সাং-রাজনগর,থানা-রায়পুরা,জেলা-নরসিংদীকে হত্যাকান্ডে
ব্যবহৃত আগ্নেয়াস্ত্র পিস্তলসহ রায়পুরা থানাধীন রাজনগর গ্রাম হতে ১৩:১৫ ঘটিকায় গ্রেফতার করেন।আসামী শাহিনের বিরুদ্ধে ইতোপূর্বে খুনসহ ডাকাতি মামলা ১ টা,ডাকাতি মামলা ৪ টা,অস্ত্র মামলা ১ টাসহ মোট ৬ টা মামলা আছে।গ্রেফতারকৃত আসামী শাহিন মোল্লা ও আমির হোসেন একই ডাকাত দলের সদস্য।তাদের মধ্যে ডাকাতির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে আজকে সকালে অত্র হত্যার ঘটনা ঘটে।তারা দীর্ঘদিন যাবত দলগতভাবে ডাকাতি করে আসছিল।আমির হোসেন হত্যাকান্ডে নরসিংদী মডেল থানার মামলা নং-৭০,তাং-৩০/০৮/২০২০খ্রিঃ,ধারা-৩০২
পেনাল কোড রুজু হয়েছে। মামলাটি এসআই সৈয়দ রুহুল আমিন তদন্ত করছেন।অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে।
ধৃত আসামীঃ
(১) শাহিন মোল্লা @ পেট কাঁটা শাহিন @ কবির(৩৭),পিতা-খোরশেদ মোল্লা,
সাং-রাজনগর,থানা-রায়পুরা,জেলা-নরসিংদী,বর্তমান সাং-বানিয়াছল খালপাড়,থানা ও জেলা-নরসিংদী।
উদ্ধারকৃত আলামতঃ
(১) একটি সচল পিস্তল। যা লম্বা ৭.৬ ইঞ্চি।
(২) একটি ম্যাগজিন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com