ইচ্ছে
লিলি জেসমিন
**************
ইচ্ছে গুলো হারিয়ে গেছে
অনইচ্ছাদের ভিড়ে
জীবন নামের রেল গাড়িটা
চলছে ধীরে ধীরে।
প্রথম দেখার সেই মধুক্ষনে
মিলন মোহনার স্রোতে
সময়ের ব্যবধানে ঝাপসা হয়ে গেলো
বিস্মৃতির অতলে।
কথা ছিল মিলন হবে
অতি দ্রুতো ভালবাসার বন্ধনে
হলোনা পূরন মিথ্যে জীবন
উপায়হীন সময়ে।
সবকথা শুধু কথাই রইলো
জীবন যায় যন্ত্রনায়
নিরুপাই মানুষ মোরা
বাস্তবতার অন্তরায়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com