মোহাম্মদ আল-আমিন,ডেস্ক রিপোর্ট: উপকূলীয় এলাকা ও চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘জীবন খেয়া’ নামের একটি ভাসমান হাসপাতাল চালু করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে খুলনার দাকোপ উপজেলার বাণীশান্তা যৌনপল্লিতে বিনা মূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন ও কোস্টগার্ড যৌথভাবে হাসপাতালটি চালু করে।
আয়োজক ব্যক্তিরা জানান, দুই মাস ধরে খুলনা, বরিশাল, চাঁদপুর, ভোলা, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ২০টি স্থানে স্বাস্থ্যসেবা দেবে হাসপাতালটি। এ সময় কোনো ঝুঁকিপূর্ণ রোগী থাকলে চিকিৎসকেরা নিজ উদ্যোগে কাছাকাছি হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করবেন। দুজন করে দন্ত, চক্ষুবিশেষজ্ঞসহ ওই দলে মোট আটজন চিকিৎসক রয়েছেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের মেডিকেল দলের প্রধান চিকিৎসক হোসাইন করিম বলেন, বিদ্যানন্দ দীর্ঘদিন ধরেই চিকিৎসাসেবার বিষয়টি নিয়ে ভাবছিল। কোভিড-১৯-এর মাধ্যমে চট্টগ্রামে কোভিড হাসপাতাল স্থাপন ও এক টাকায় চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে এই কাজ শুরু হয়। এখন উপকূল ও চরাঞ্চলের মানুষের জন্য ভাসমান হাসপাতাল চালু করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com