ত্রাণসামগ্রী নিয়ে ভারতের একটি জাহাজ আজ বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছবে।
ভারতের কাছ থেকে এসব পণ্যসামগ্রী ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গ্রহণ করবেন। এ সময় ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাসহ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।ভারতীয় হাইকমিশনের অ্যাটাশে কর্মকর্তা রঞ্জন মণ্ডল জানান,এবারের ভারতের পাঠানো ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, কেরোসিন, কেরোসিন স্টোভ, শুটকি, শিশুখাদ্য, গুড়াদুধ, গামবুট এবং রেইনকোর্ট। এসব পণ্য বুধবার চট্টগ্রাম বন্দরে খালাশ করা হবে।এর আগে গত ২৪ এপ্রিল ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছিলেন, আসন্ন বর্ষার কথা চিন্তা করে রোহিঙ্গাদের জন্য শুকনো খাবার, কেরোসিন স্টোভ, শুঁটকি, গামবুটসহ বিভিন্ন দ্রব্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। উল্লেখ্য, মিয়ানমার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রথম দফায় ৭৫৩ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে ভারত। এর মধ্যে ভারতীয় ত্রাণবাহী সি-১৭ এয়ারক্রাফ্ট যোগে ৫৩ টন ও আইএনএস ঘরিয়াল জাহাজযোগে ৭০০ টন ত্রাণ পাঠায় দেশটি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com