প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২০, ১২:৩২ পি.এম
নড়াইলের পল্লীতে শ্যালিকাকে ধর্ষণ ও হত্যা মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের কালিকায় দুই দশক আগে শ্যালিকাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ভগ্নিপতি আউয়াল ফকিরকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আউয়াল ফকিরের করা জেল আপিল আংশিক মঞ্জুর করে আজ বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।
আদালতে আউয়াল ফকিরের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী এ বি এম বায়েজীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
রায়ের বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ গণমাধ্যমকে বলেন, ১৯৯৯ সালের ডিসেম্বরের এই ঘটনায় বিচারিক আদালত আউয়াল ফকিরকে মৃত্যুদণ্ড দেন। পরে হাইকোর্টে ডেথ রেফারেন্স আসার পর সেটি বহাল থাকে। এরপর তিনি জেল আপিল করেন আপিল বিভাগে। জেল আপিল গত সপ্তাহে শুনানি হয়েছে। আপিল বিভাগ তার সাজা কমিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৬(১) ধারায় আউয়ালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com