লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জুডিশিয়াল আদালতে এক সাংবাদিক বাদী হয়ে আরেক সাংবাদিকের নামে মামলা করেছে।বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারী করেছেন বলে জানা গেছে।
সাপ্তাহিক লালমনিরহাটবার্তা পত্রিকার সম্পাদক,দৈনিক ইত্তেফাক ও বিটিভি জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক শপিকুল ইসলাম কানুসহ ওই পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সালেহা খাতুন ও শহরের লাইজু আক্তার আঁখি নামে অপর এক মহিলাকে মামলায় আসামী করা হয়েছে।
মামলার বাদী হয়েছেন
জেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক লালমনির কাগজ উপদেষ্টা সম্পাদক, দৈনিক করতোয়া,দৈনিক ভোরের কাগজ ও দেশ টিভি’র সাংবাদিক বেলাল হোসেন।
অভিযোগ সুত্রে জানা যায়,
লালমনিরকাগজে দাদন ব্যবসার উপরে কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হলে সেই খবরের প্রতিবাদ ছাপানো হয় লালামনিরহাটবার্তা পত্রিকায়।
সেই প্রতিবাদে লালমনির কাগজ
উপদেষ্টা সম্পাদক বেলাল হোসেন সম্পর্কে আপত্তিকর কিছু মন্তব্য করার কারণে এ মামলা করা হয়।
মামলার বিষয়ে সাংবাদিক লালমনির কাগজের উপদেষ্টা সম্পাদক বেলাল হোসেন জানান,চরম অবমাননাকর মন্তব্য প্রকাশের কারণে আদালতে আশ্রয়।
লালমনিরহাটবার্তা পত্রিকার সম্পাদকের ভাতিজা সৈকত হাবিব নামে একজন সাংবাদিক পত্রিকাটির নিউজডেস্ক দেখে থাকেন।
এ ব্যাপারে সম্পাদক শপিকুল ইসলাম কানু বলেন,মামলা যে কারও নামে হতে পারে।অসুস্থ্য থাকার কারণে তিনি পত্রিকার কাজগুলো নিজে দেখার সুযোগ পাননি বলে মন্তব্য করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com