হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি প্রতিনিধি: বান্দরবানে রোয়াংছড়িতে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগের রোয়াংছড়ি উপজেলা পযর্টক গাইডদেরকে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।সকালে কচ্ছপতলী দেবতাকুম হিল এ্যাভেন্জার রিসোর্ট প্রাঙ্গনে বাংলাদশ রেডক্রিসেন্ট সোসাইটি রোয়াংছড়ি ইউনিটের পক্ষ থেকে এই প্রশিক্ষণটি উদ্যোগটি নেওয়া হয়। এসময় রেডক্রিসেন্ট সোসাইটি রোয়াংছড়ি ইউনিটের যুবনেতা উমংনু মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রোয়াংছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ক্রয়চিংপ্রু মারমা, বিশেষ অতিথি রোয়াংছড়ি উপজেলা ট্যুরিষ্ট গাইড সমিতির উপদেষ্টা নুচমং মারমা, ট্যুরিষ্ট গাইড সমিতির সভাপতি পলাশ তঞ্চঙ্গ্যা।
এসময় প্রশিক্ষণ বিভাগীয় প্রধান রেশমি তঞ্চঙ্গ্যা, জন সংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান অংসিংউ মারমা, উপদল লিডার-০১ সুমন তঞ্চঙ্গ্যা উপ লিডার-০২ শমির্লা তঞ্চঙ্গ্যা, রক্ত বিভাগীয় প্রধান থুইথুইনু মারমা, বন্ধত্ব বিভাগীয় প্রধান বিয়িক সিয়াম, প্রশিক্ষণ বিভাগ উপ সম্পাদক সুকেল তঞ্চঙ্গ্যা সদস্যা মেয়ইসিং মারমাসহ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ট্যুরিষ্ট গাইড সমিতির সদস্যদেরকে আগুন নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা, আইন শৃঙ্খলা ও দ্বায়িত্ব, প্রাথমিক চিকিৎসা, সাতার কৌশল জরুরী ভিত্তিতে উদ্ধার প্রশিক্ষণ প্রদান করেন।
দিনব্যাপী প্রশিক্ষণের ট্যুরিষ্ট গাইডে সাধারণ সম্পাদক চিংনু মারমা, সাংগঠনিক সম্পাদক জমিন্দ্র তঞ্চঙ্গ্যা সহ সদস্যবৃন্দরা প্রশিক্ষণ অংশগ্রহন করেছিলেন। এই কার্যক্রম আগামীতও অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com