চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অপরাধে উপজেলা ভ্রাম্যমান আদালত শাহ আলম (৩৫) নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার সকালে ভ্রাম্যমাণ
আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকনের ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সুত্র জানায়, উপজেলা হাসাদহ ইউনিয়নের মাধবপুর গ্রামের আইজ উদ্দিনের ছেলে শাহ আলম দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে
এলাকার কৃষি জমি থেকে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন। উপজেলা ভ্রাম্যমান আদালত এ খবর পেয়ে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে জীবননগর থানা পুলিশের সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন মাধবপুর গ্রামে অভিযান চালিয়ে অবৈধ বালু ব্যবসায়ী শাহ আলমকে আটক করেন এবং নগদ। ৫০ হাজার টাকা অর্থ জরিমানা করেন।
আদালতের বিচারক এসএম মুনিম লিংকন সাংবাদিকদের বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com