রেজাউল ইসলাম: মঠবাড়িয়া প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী বাজারের বড় ব্রীজের উত্তর পাশে এক পাগলী নারী গত ২২ সেপ্টেম্বর অন্ত:সত্ত্বা অবস্থায় মানষিক ভারসাম্যহীন এক (পাগলী) নারী এসে অবস্থান করে গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯টার দিকে জনৈক মুদি দোকানদার আবু সালেহ এর দোকানের সামনের সড়কে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিয়েছেন। স্থানীয় দুজন মহিলা পাগলীর সন্তান প্রসবে সহযোগিতা করেছেন।
সন্তান জন্মের ঘটনাটি সাংবাদিক মমতাজ ও স্থানীয় থানা পুলিশ অবগত হয়ে তারা নবজাতক ও পাগলী মাকে সরকারী হাসপাতালে এনে ভর্তি করে প্রয়োজনীয় ঔষধ পত্রের ব্যবস্থা করেন ।
কিন্তু সমস্যা হচ্ছে কোন আত্নীয় স্বজনের খোঁজ না পেয়ে মানুষ নানা কথা বলতে থাকে।
এর মধ্যে সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার তার আলোকিত মঠবাড়িয়া টিভিতে নবজাতক ও তার মাকে নিয়ে সংবাদ প্রচার করলে মহিলার ছবি দেখে তার বোনের ছেলে চিনে তার মামাকে জানায়।
অবশেষে জানা যায় পাগলী মায়ের পরিচয় তার নাম মুন্নি আক্তার (৩০) তার পিতার নাম রত্তন ব্যাপারী । বাবার বাড়ি বরিশাল জেলার মুলাদি থানার উত্তর কাজিরচর গ্রামে।
মন্নির দুই ভাই মুজাহিদুল ইসলাম ও মিলন এবং মুন্নির বড় ভাবি শাহনাজ ও মুন্নির বাবা মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মুন্নিকে নিজেদের বোন বলে পরিচয় দেন। এসময় মুন্নি তার ভাবিকে দেখে চিনে কান্নায় ভেঙে পড়েন। এসময় হাসপাতালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এসময় মুন্নির বাবা বলেন, সে অন্ত:সত্ত্বা অবস্থায় গত ৩০ জুলাই বাড়ী থেকে বের হয়ে আর ফিরেনি। আমরা অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে আশাহত হয়ে থানায় নিখোঁজ মর্মে একটি ডায়েরী করেন।
এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন টিভি ও অনলাইন নিউজ পোর্টালে ছবি দেখে তাদের হারানো বোনকে দেখে চিনতে পারেন। মুন্নির ভাই বলেন আমাদের বোনকে ফিরে পেয়ে আমরা খুবই খুশি হয়েছি। এসময় মুন্নি মোবাইলে মেয়ের সাথে কথা বলেন এবং স্বামীর কথা জিজ্ঞাসা করেন।
মুন্নির বাবা বলেন মুলাদি থানার খাজেরহাট গ্রামের মাইনুদ্দিন তালুকদারের সাথে মুন্নির বিয়ে হয় । মুন্নির আরোও ৮ বছর ও ৩ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে। তার স্বামী ঢাকায় চাকরি করেন।
এরমধ্যে নবজাতক সন্তানকে বরিশালের আগৈলঝাড়া ছোটমনি নিবাস (নবজাতক লালন) কেন্দ্রের তত্ত্বাবধায়ক সুশান্ত বালার নিকট হস্তান্তর করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম বলেন মুন্নির মানষিক সমস্যা রয়েছে কিন্তু আত্নীয় স্বজনদের চিনতে পারেন
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাসুদুজ্জামান মিলু বলেন, মুন্নির স্বামী মাইনুদ্দিনকে ঢাকা থেকে আসতে বলা হয়েছে । মাইনুদ্দিন আসলে তার কাছে স্ত্রীকে তুলে দেয়া হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com