তমাল লতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে ইনস্টিটিউটের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তার বয়স হয়েছিল ৫৩ বছর। তার দুই ছেলে ও স্বামী রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তমাল লতা ২০১৭ সালের ২ অক্টোবর থেকে ওই ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি ১০ ধরনের ধানের জাত উদ্ভাবনে সরাসরি জড়িত ছিলেন। এছাড়া আরও পাঁচ ধরনের জাত উদ্ভাবনে তার অবদান ছিল।বিজ্ঞপ্তি অনুযায়ী, তমাল লতা ধান গবেষণায় অবদানের জন্য ২০১৪ সালে ব্রির সেরা বিজ্ঞানী পুরস্কারসহ অন্তত পাঁচটি পুরস্কার পান। তার নেতৃত্বে ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগ ২০১৭ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার অর্জন করে। তমাল লতা আন্তর্জাতিক নারী দিবসে ‘জয়া আলোকিত নারী ২০২০’ সম্মাননায় ভূষিত হন।দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা জার্নালে তার ৩০টির বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার কুণ্ডল বালিয়া গ্রামে ১৯৬৭ সালের ৩১ অক্টোবর তমাল লতার জন্ম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com