উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে সাপকে আদর করে খাবার খাওয়াতে গিয়ে সাপের কামড়ে মালিকের মৃত্যু।
ঘটনাটি নড়াইলের নড়াগাতী থানার মহাজন গ্রামের। ইশা খা পেশায় একজন চুরি-সুতার দোকানী। মাঝে মধ্যে তিনি সাপ ধরতেন।
সাপকে খাবার খাওয়াতে গিয়ে সেই সাপের কামড়ে মারা গেলেন তিশা খা (৫৫) নামের এক ব্যক্তি। শনিবার দুপুরে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নড়াগাতী থানা যুবলীগের আহবায়ক মহাজন এলাকার বাসিন্দা শেখ হাদিউজ্জামান হাদি জানান, উত্তর মহাজন গ্রামের তিশা খা শুক্রবার বিকালে বড়দিয়া থেকে একটি বিষধর সাপ ধরে বাড়িতে নিয়ে আসেন। শনিবার সকালে সাপটিকে খাবার খাওয়াতে যান। এসময় অসাবধানতাবশত ইশা খাকে সাপে দংশন করে। পরে স্থানীয়ভাবে শরীর থেকে বিষ নামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com