মোঃ ফিরোজ হোসাইন :বহুল প্রতিক্ষিত লক্ষ লক্ষ মানুষের অখাংক্ষীত বায়তুল্যাহ সেতু নওগাঁর বান্দাইখাড়া বুক চিরে বয়ে চলে গেছে আত্রাই নদী, এই আত্রাই নদীর উপর বান্দাইখাড়াতে কোটি কোটি টাকা ব্যায় করে গড়ে তোলা হয়েছে স্বপ্নের বয়তুল্যাহ সেঁতু, যেই সেঁতুর উপর দিয়ে প্রতিদিন পারাপার হয় হাজার হাজার লোক, লাগাত রাজশাহী হতে ভবানীগঞ্জ দিয়ে নওগাঁ, ফেরিঘাট থেকে মান্দা এর পর বান্দাইখাড়া হয়ে নওগাঁ, অত্র অঞ্চলের সকল জনগণ এই সেঁতু দিয়ে পারাপর হয়। দুঃখের বিষয় সামান্ন বৃষ্টির কারনে উক্ত সেঁতুর সংযোগ স্থল ধসে গেছে এবং পাকা রাস্তা ভেঙ্গে গেছে যা দেখার কেউ নাই,আর সামান্ন ধসে গেলে গাড়ি পারা পার একদম বন্দ হয়ে যাবে। এলাকাবাসীর দাবি যাতে কোন ভাবেই সেঁতুর যোগাযোগ ব্যবস্থা নষ্ট না হয় সেঁতু মন্ত্রনালয় যেন দ্রুত ব্যবস্থা গ্রহন করেন। এবং দ্রুত তা সমপ্রসারন করেন এটাই এলাকাবাসীর আকুল দাবি ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com