দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ে ‘বিবি-স্যাট-১’ অ্যাপ তৈরি করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস(বেসিস)। অ্যাপটির মাধ্যমে এই স্যাটেলাইটটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
অ্যাপটি তৈরি করেছে বেসিস সদস্য প্রতিষ্ঠান টেকনোহেভেন কোম্পানি লিমিটেড।
সোমবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে অ্যাপটি অবমুক্ত করা হয়। অ্যাপটি অবমুক্ত করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর উপস্থিত ছিলেন।
মোস্তাফা জব্বার বলেন, ‘বেসিস বিবি-স্যাট-১ অ্যাপের উদ্বোধন ডিজিটাল তথ্যপ্রবাহ ধারাকে আরো বেগবান করলো। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উৎক্ষেপণ বাংলাদেশের জন্যে ঐতিহাসিক ঘটনা। এ অ্যাপ সম্পর্কে জানতে অনেকেই আগ্রহী। অ্যাপটির মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।’অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, অ্যাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনো হেভেনের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ এন করিম, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, পরিচালক- দিদারুল আলম।
গুগলের প্লে স্টোর থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড, ইনস্টল করে ব্যবহার করা যাবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com