হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জেরর দক্ষীণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ওস্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বদলীয় ইউনিয়ন বাসীর আয়োজনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১ দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাববেশে বক্তব্য রাখেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি রুহুল কুদ্দুস রয়েল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান, সাবেক ইউপি সদস্য আবদুল গাজী, উপজেলা যুবলীগের জয়েন্ট সেক্রেটারি ফারুক হোসেন, যুবনেতা মুকুল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান প্রশান্ত সরকার নির্বাচনের আগে তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন। চেয়ারম্যান হওয়ার পরে দু’টি পাকা বিল্ডিং নির্মাণ করেছেন এবং জমি কিনে সেখানে আরো একটি বাড়ি নির্মাণ করছেন। এসব বাড়িঘর ও সম্পদের মালিক কিভাবে হলেন সে প্রশ্ন সবার মনে এখন চাউর হয়ে উঠেছে। বক্তারা আরো বলেন, গত প্রায় নয় মাস আগে চেয়ারম্যান তার ইউনিয়নের সোনাতলা গ্রামের মুক্তিযোদ্ধা আহাম্মাদ মাষ্টারের বাড়ি হতে সোনাতলা মাদ্রাসা পর্যন্ত ১ কিঃমিঃ রাস্তার ইট তুলে কার্পেটিং প্রকল্পের সমুদয় ইট বাহিরে বিক্রি করেছেন। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সোলিং রাস্তার ইট তুলে নিয়েছেন। এছাড়া সোনাতলা গ্রামের রমেশের বাড়ির সামনে হতে বেড়াখালী পর্যন্ত প্রায় ১ কিঃ মিঃ রাস্তার নবযাত্রা প্রকল্পের ৫ লক্ষ টাকার কাজ চেয়ারম্যান কর্মসৃজন প্রকল্পের ৯টি ওয়ার্ডের লোক দিয়ে কাজ করিয়ে সমুদয় টাকা আত্মসাত করেছেন। রাস্তার পাশের মৎস্য ঘের ও খাল হতে কর্মসৃজন প্রকল্পের নারী পুরুষ একত্রিত করে মাটি দিয়ে দায় সারা কাজ করেছেন। গৃহহীনদের ঘর দেয়ার নামে লাখ লাখ টাকা, অসহায় দুঃস্থ দরিদ্র মানুষের বিভিন্ন ভাতা ভোগীদের টাকা আত্মসাৎ করায় তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। সোনাতলা গ্রামের রাস্তার ধারে সরকারি মেহগনি গাছ ও আম গাছ মোট ৩২ টি গাছ কেটে বিক্রি করেছে। তাই ইউনিয়নবাসী দুর্নীতিবাজ চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করে। বক্তারা এ সময় দুর্নীতিবাজ চেয়ারম্যান প্রশান্ত বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থাসহ তার চেয়ারম্যান পদ থেকে অপসারণের জোর দাবি জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com