মোঃ ফিরোজ হোসাইন :
নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে অফিস ঘরে বিদ্যুৎ ওয়ারিং না থাকায় বেহাল দশা। যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা।
স্টেশন সূত্রে জানা যায়, গত ৭মাস আগে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান আহসানগঞ্জ স্টেশনটি মেরামত সংস্কারের কাজ শেষ করে। মেরামত সংস্কার কাজের সাথে বিদ্যুত লাইন ওয়ারিংও শেষ করার কথা। সে কারণে গত ৭মাস ধরে বিদ্যুৎ এর লাইন মাকড়সার জালে মত ঝুলন্ত অবস্থা রয়েছে । সুত্র আরো জানান প্লাস্টার রং করার পর বিদ্যুৎ এর লাইন মেরামতের কাজ হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন অতিবাহিত হলেও অজ্ঞাত কারণে ওয়ারিং এর মুখ দেখেনি।
সরেজমিন গিয়ে দেখা যায়, আহসানগঞ্জ স্টেশন ঘরের ভেতর বাহিরে প্লাস্টার রং করার থাকলেও পুরো স্টেশন অফিস ৬টি ঘর বিদ্যুতিক ওয়ারিং ছাড়া মাকড়সা জালের মত ঝুলন্ত অবস্থা রয়েছে। যা পুরো অফিস কর্মকর্তা কর্মচারীরা অত্যন্ত বিপদজনক পরিবেশের মধ্যে রয়েছে। যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা।
স্টেশনে টিকিট বিক্রেতা আবু সাইদ জানান, এখানে কম্পিউটারসহ অন্যান্য অনেক যন্ত্রপাতি রয়েছে যা অত্যন্ত ঝুঁকি মধ্যে। সব সময় ভয়ে ভয়ে থাকতে হয়।
এব্যপারে স্টেশন মাষ্টার সাইফুল ইসলাম জানান, স্টেশনটি মেরামত সংস্কারের পর পরই বিদ্যুৎ লাইন ওয়ারিং করা কথা থাকলেও ঠিক কি কারণে কাজ হচ্ছে না, এটি কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। তবে আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি। এছাড়াও ঘর ওয়ারিং না থাকার স্টেশনে ওয়েটিং রুমে যাত্রীদের প্রচন্ড গরমে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি আরো জানান, বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষ ও বিভাগী বিদ্যুত প্রকৌশলীকে বার বার লিখিত ভাবে জানিয়েছি। এখনও এর প্রতিকার পাইনি।
বিদ্যুৎ বিভাগের এ গাফিলতির কারণে যদি কোন দুর্ঘটনা ঘটে এর দায় দায়িত্ব কে নেবে, তাই দ্রুত পদক্ষেপ গ্রহন করে বিপদজনক পরিবেশ থেকে উত্তরন ঘটবে এমনটা প্রত্যাশা আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের কর্মচারী।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com