পাবনা থেকে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন মা, গুরুত্ব আহত হয়েছে মেয়ে।
রাজধানীর মৎস্য ভবন মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় রেজিয়া খাতুন (৬০) নামে এক মহিলা নিহত হয়েছেন।
গুরুত্ব আহত হয়েছে তার মেয়ে রিনা আক্তার (৩০)। সোমবার বিকেল ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত রোজিয়া পাবনার সুজানগর উপজেলার নুর উদ্দিনপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খানের স্ত্রী ও সুজানগর পৌর এলাকার ভবানীপুর মহল্লার (কাচারী পাড়া) রফিকুল ইসলাম নবীর শাশুড়ি।
নিহত রেজিয়ার ছেলে আবুল হাসান জানান, তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের মশক কর্মী হিসেবে চাকরি করেন। আর থাকেন গণপূর্ত কোয়ার্টারে। তার মা দাঁতের চিকিৎসার জন্য পাঁচ-ছয় দিন আগে গ্রাম থেকে তার কাছে আসেন। মাকে মিরপুর-১ নম্বরের বাসায় নিয়ে যেতে এসেছিলেন বোন রিনা।
তিনি আরও জানান, বিকেলে আবুল হাসান নিজেই মা ও বোনকে মৎস্য ভবন মোড়ে নিয়ে যান গাড়িতে উঠিয়ে দিতে। রাস্তা পার হওয়ার সময় তার মা ও বোনকে একটি বাস সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া জানান, রেজিয়া বেগমের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত রিনা জরুরী বিভাগে চিকৎসাধীন। তিনি দুই পায়েই আঘাত পেয়েছেন।
শাহবাগ থানার ওসি মামুনুর রশিদ জানান, মৎস্য ভবন মোড়ের বার কাউন্সিলের সামনে মা-মেয়ে রাস্তা পার হওয়ার
সময় মালঞ্চ পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে মা নিহত হন ও মেয়ে আহত হন। ঘাতক বাসটি ও এর চালককে আটক করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com