মোটরসাইকেলের নম্বর প্লেটে ‘প্রেস’ কিংবা ‘সাংবাদিক’ না লেখার জন্য বরিশালের সাংবাদিকদের অনুরোধ করেছেন মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমান। গণমাধ্যম কর্মীদের সুবিধার্থে স্ব-স্ব প্রতিষ্ঠানের নামযুক্ত স্টিকার মোটরসাইকেলের সামনের অংশে লাগাতে অনুরোধ করা হয়েছে।শনিবার পুলিশ কমিশনারের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গৃহীত যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ সপ্তাহের মধ্যে উক্ত সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান।সভায় ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার বলেন, কোন পুলিশ সদস্য মাদক সেবন ও বিক্রিতে সম্পৃক্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং মাদক সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেয়া হবে না। নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি। সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন অপরাধের গোপন তথ্য তাকে জানানোর অনুরোধ করেন বিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার।এ সময় উপস্থিত ছিলেন- বিএমপি’র উপ-কমিশনার গোলাম রউফ খান, মো. হাবিবুর রহমান, উত্তম কুমার পাল, জাহাঙ্গীর মল্লিক, আবুল খায়ের, বিভিন্ন ইউনিটের অতিরিক্ত উপকমিশনার, সহকারী কমিশনার ছাড়াও বরিশালের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com