নোয়াখালীর কোম্পানীগঞ্জে বামনী নদীর পাড় সংলগ্ন একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের (৩৭) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার দিবাগত রাত ১টায় উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯নংওয়ার্ডের চরকচ্ছপিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, গত কয়েক দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে নদীতে মরদেহ ফেলে দেয়। পরে জোয়ারের পানিতে মরদেহ এখানে ভেসে আসে।
ওসি মো.আরিফুর রহমান বলেন, পুলিশ বিষয়টি গভীর ভাবে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com