হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার কামদেবপুর যুব মিলনী সংঘের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা জাকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।উপজেলার কাকশিয়ালী নদী, ইছামতি ও কালিন্দী নদীতে মঙ্গলবার(২৭ অক্টোবর) বিকাল ৩টায় নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ১৫টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অধিকারীকে একটি গরু, দ্বিতীয় স্থান অধিকারীকে একটি ছাগল ও তৃতীয় স্থান অধিকারী কে একটি ভেড়া পুরস্কার প্রদান সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে একটি করে কলম শুভেচ্ছা পুরস্কার হিসাবে প্রদান করা হয়।
ভাড়াশিমলা ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ বিশ্বাসের সভাপতিত্বে ও মাস্টার শফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিন আলী মুন্সী, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আবদুল গফুর, সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও ঐতিহ্যবাহী এ প্রতিযোগীতায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর উভয় পারের হাজার হাজার দর্শনার্থী প্রখর রৌদ্র উপেক্ষা করে উপভোগ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com