ক্রাইম রিপোটারঃ ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে দুই কেজি স্বর্ণ ও মোটর সাইকেলসহ একজন চোরাচালানকারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
বুধবার বিকাল তিনটার দিকে সাতক্ষীরার কেড়াগাছি সীমান্তে দায়িত্বরত বিজিবির হাবিলদার নুর আলমের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই স্বর্ণ ও চোরাচালানি কে আটক করে।
আটককৃত চোরাচালানি হলেন মো. হাসান আলি (৫০)। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার পাতরা গ্রামের কফিলউদ্দিন বিশ্বাসের ছেলে ।
বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খোন্দকার জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে দুটি পুটলিতে ১৮ পিস স্বর্ণের বার সহ যশোর-হ-১৬-৯৬৮১ লাল রঙ এর হিরো মোটর সাইকেলে বহনের সময় রিভার পিলার ১৩/৩ এর
কাছে ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে এক ব্যক্তি কে আটক করা হয়। উদ্ধার হওয়া ১৮ টি স্বর্ণের বারের ওজন দুই কেজি ১৪৪ গ্রাম। এর দাম এক কোটি ২৮ লাখ টাকা বলে জানান তিনি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com