নড়াইল প্রতিনিধি : বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদ তাদের ১১ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে। বুধবার নড়াইলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি জানায়।
শহরের উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে যশোরকে বিভাগ ঘোষণা, যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, পাটুরিয়া-দৌলতদিয়ায় পদ্মা নদীর ওপর সেতু নির্মাণ, বৃহত্তর যশোরের চার জেলা নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও যশোরে চারটি বিশেষ অর্থনৈতিক জোন ঘোষণার দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা ছাড়াও সংবাদকর্মীদের প্রশ্নের জবাব দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-মামুন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর যশোর সমিতি, ঢাকার সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠনের সিনিয়র সহসভাপতি কাজী রফিকুল ইসলাম, সহ-সভাপতি লে. কর্নেল (অব.) হাসান ইকবাল (সাধারণ সম্পাদক, নড়াইল জেলা সমিতি, ঢাকা), বৃহত্তর যশোর সমিতি, ঢাকার সহ-সভাপতি ও উপদেষ্টা সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ নাছির উদ্দীন, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, নড়াইল চেম্বার অফ কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামান প্রমুখ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com