হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে বাংলাদেশ পুলিশ, রোয়াংছড়ি থানার আয়োজনের “মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” শ্লোগান রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালন করা হয়। শনিবার (৩১ অক্টোবর ২০২০) আয়োজিত “কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে র্যালী ও আলোচনায় রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ কবির সঞ্চালনায় করেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কমিউনিটি কমিটি সভাপতি আথুইমং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা তদন্ত ওসি মনির হোসেন, রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার গান্ডিলাল তঞ্চঙ্গ্যা, এস.আই আলমগীর, দোয়েল, এ.এস.আই নাজিম, হারুন। আলোচনা সভাতে বক্তব্যের চেয়ারম্যান চহাইমং মারমা বলেন মুজিব বর্ষের সরকারের উদ্যোগের জনগণের সাথে পুলিশের সম্পৃক্ত রেখে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় খেয়াল রাখতে হবে এবং সচেতনমূলক প্রসার প্রচার বাড়ায় দিতে হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ কবির বলেন আমরা জনগণের সাথে সমাঝোতা করে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। কমিউনিটি পুলিশ সভাপতি আথুইমং মারমা বলেন আগে জনগণ পুলিশকে দেখলে ভয়ভীত্তি থাকত বর্তমানে কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করার পর থেকে পুলিশ আর জনগণ এখন বন্ধত্ব রেখে একে অপরে সহযোগীতা করে নানানভাবে অপরাধ কাযর্ক্রমকে তরানিত রেখেছেন। এতে অন্যারা উপস্থিতি ছিলেন রোয়াংছড়ি বাজার সভাপতি দিপক ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক বিজিৎত বড়ুয়া, মো: আহম্মদ হোসেন, সাংবাদিক হ্লাছোহ্রী মারমাসহ প্রমুখ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com