হাফিজুর রহমান শিমুলঃ প্রথম আলো পাঠকদের আস্থার জায়গা, বিশ্বাস ও ভরসার স্থল। দীর্ঘদিন ধরে প্রথম আলো নিপীড়িত, নির্যাতিত মানুষের জন্য কাজ করে। অসহায় মানুষের পাশে দাঁড়ায়। প্রথম আলো শুধু একটি পত্রিকা নয়, এ পত্রিকার মাধ্যমে শিক্ষার্থীদের শানিত করে, অনেক কিছু জানা যায়। সারা বছর এ পত্রিকাটি মনোযোগ সহকারে পড়লে যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহজ হয়। প্রথম আলো ২২ তম প্রতিষ্ঠা বাষির্কীতে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন। প্রথম আলো বন্ধুসভার আয়োজনে ও পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে বুধবার সকাল ১০ টায় অনুষ্ঠানে সাতক্ষীরা প্রথম আলো বন্ধুসভার সভাপতি জাহিদা জাহান মৌ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। অনাড়ম্বর ও স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপর (সাতক্ষীরা সার্কেল ) মীর্জা সালাহ উদ্দীন, জেলা বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, পরিদর্শক মিজানুর রহমান ও বন্ধুসভার সদস্যরা।
এ অনুষ্ঠানের পরে করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ বোর্ড, চিঠি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাফা কামাল, সিভিল সার্জন হুসাইন সাফায়াত, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, মেডিসিন বিভাগের প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, মেডিসিন বিশেষজ্ঞ ডা: মানস কুমার মন্ডলকে। এছাড়া করোনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ বোর্ড, চিঠি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। গতকাল সকাল নয়টায় প্রথম আলো বন্ধুসভার সদস্যরা একটি ভালো কাজের অংশ হিসেবে শহরের মুনজিতপুর ২০ টি দরিদ্র পরিবারের মধ্যে ডিম পাড়া কয়েল পাখি, খাঁচা, পাখির খাবার ও ওষুধ বিতরণ করে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com