ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল,এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর ১৭ নং ওয়ার্ডে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টে খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় জয়,সম্রাট,রতন,আব্দুস সামাদের উদ্যোগে ১৭ নং ওয়ার্ডের কালুর মোড় এলাকার মুনশেরের আম বাগান মাঠে এই টুর্নামেন্টে খেলা অনুষ্টিত হয়।খেলাটির দায়িত্ব পালন করেন,ইলিয়াস সরকার,মিন্টু সরকার,সহোযোগিতায় ছিলেন,হায়দার সরকার,আনোয়ার মোহরী রাজশাহী জর্জ কোর্ট,সানোয়ার,মানিক,সাব্বির ও শিমুল।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধা ৬ থেকে শেষ হয় রাত ১১ টা ৩০ পযর্ন্ত মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন রাজুর ঠিম ও রানার আপ নাহিদ এর ঠিমের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,১৭ নং ওয়ার্ড পশ্চিম সহ সভাপতি সায়েম আলি সনি,১৭ নং ওয়ার্ডের সেচ্ছাসেবক লীগ নেতা নকিম উদ্দিন (পলাশ),সার্ভেয়ার এন্ড চৌধুরী (VIP) হাউজিং এমডি আতিকুর রহমান (আতিক),আকাশ সরকার শিক্ষানবিশ আইনজীবী রাজশাহী জর্জ কোট ও আইন বিশায়ক উপদেষ্টা বাংলাদেশ তৃনমুল সাংবাদিক কল্যান সোসাইটি,১৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আতাউর রহমান প্রমুখ।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সভাপতি সায়েম আলি সনি তিনি বলেন,মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। মাদক রুখতে পুলিশের সহযোগিতায় হিসেবে সবাই এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, এই সমাজটাকে সুন্দর রাখতে হলে সবার আগে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজ ভাল থাকলে আমরা সবাই ভাল থাকবো।
এ সময় সেচ্ছাসেবক লীগ নেতা নকিম উদ্দিন (পলাশ) বলেন,খেলাধুলা করলে মানুষের মন ও শরীর ভাল থাকে তাই আমাদের বেশি বেশি খেলাধুলা করতে হবে।তাই আমি সবসময় খেলাধুলার আয়োজনে সকল প্রকার সহযোগিতা করে থাকি ভবিৎষতেও তা অব্যাহত থাকবে। আমি আপনাদের পাশে সব সময় আছি এবং সব সময় থাকবো।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com