আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, বিকাল ৪টা পর্যন্ত টানা চলবে। এখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শতভাগ ভোট নেওয়া হবে।
ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা এক হাজার ৩৫৩টি।
মোট ভোটার পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৯৬ হাজার ১৩৫জন এবং নারী ভোটার দুই লাখ ৮১ হাজার ৫৩ জন।
উত্তরা হাই স্কুল কেন্দ্র পরিদর্শন করে দেখা গেল, ভোট হচ্ছে সুষ্ঠু ভাবে ভোটারের উপস্থিতি কম।
আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির প্রার্থী মো. নাসির উদ্দিন সরকার।
উল্লেখ্য,তৃণমূল বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ আবদুর রহমান, মানুষের কল্যাণে প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক কবির নেওয়াজ রাজ ও মানুষের কল্যাণে প্রতিদিনের ক্রাইম রিপোর্টার মোয়াজ্জেম হোসেন পলাশ, উত্তরা হাই স্কুলের ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com