রিপন সিকদার :দোহাজারী কক্সবাজারে রেলপথ কাজ এখন দৃশ্যমান। রেলপথ বসানো হয়েছে ব্রিজ কালভার্ট কক্সবাজারের স্টেশনের মধ্যে এখন পর্যন্ত কাজের অগ্রগতি 42% 2022 সালের জুনের মধ্যে বাস্তবায়ন হবে সরকারি দশটি অগ্রাধিকার কাজের মধ্যে এ রেললাইনটি অন্যতম। ঢাকা ও বন্দরনগরী সঙ্গে সরাসরি 100 কিলোমিটার রেললাইন নতুন নির্মাণ করা হবে দোহাজারী রামু পর্যন্ত। এই পড়তে থাকবে 39 টি ব্রিজ ১৪৫ টি মাইনুল কালভার্ট 10 কিলোমিটার নতুন রেললাইন নয়টি স্টেশন বিল্ডিং বানানো হবে 39 ব্রিজের মধ্যে 35 টি কাজ শুরু হয়েছে দৃষ্টির কাজ শেষ করা হয়েছে এই শুষ্ক মৌসুমের মধ্যে বাকিগুলি কাজ সমাপ্ত করা হবে। 2018 সালে এই কাঁদে নির্মাণ শুরু হয় এখন পর্যন্ত কাজের অগ্রগতি 42% 2022 সালের 30 শে জুনের মধ্যে বাস্তবায়ন হবে।১৮ হাজার ৩৪ কুটি ৪৭ লাখ টাকা বাস্তবায়ন লাগতে পারে বলে জানা গেছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com