শপথ করি
-লোপা মনি
আমি ছোট্ট লোপা মনি।
কত খেলা খেলি তোমাদের সাথে।
কানামাছি। গোল্লাছুট। ফুল টু কান্তি আরো কত খেলা।
খেলার সময় তোমরা করো কানটা মি।
যাও তোমাদের সাথে আড়ি।
অনেক দিন হয় খেলি না তোমাদের সাথে খেলা।
তোমাদের কথা মনে হইলে লাগে বুকে ব্যথা।
এস ভেদাভেদ ভুলে যাই আবার খেলার মাঠে যাই।
আমরা সঠিক পথে চলবো মিথ্যা কথা নাহি বলবো।
এই হোক আমাদের শপথ।
নিয়মিত পাঠশালায় যাব।
ফাঁকে ফাঁকে মা কে কাজকর্মে সহযোগিতা করব।
ময়মুরুব্বি দের সম্মান করব।
এসো সবাই মিলে শপথ করি।
এই দেশটার জন্য কিছু করি।
আমরা সবাই বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com