রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন এর লিচুবাগান বনগ্রাম কুষ্ঠ হাসপাতাল এর বিপরীতে ভয়াবহ আগুনে পুড়েছে ৩ টি বসতবাড়ি। বুধবার রাত ২.৪৫ মিনিটে আগুন লাগে। আগুনে হাফেজ মাহাবুবুর রহমানের ৩ টি মাটির ঘর পুড়ে যায়। ঐ ঘরে জীবন বিশ্বাস, মন্জু ঘোষ, রাশেদের মার( নাম জানতে পারি নাই) পরিবার ভাড়া থাকতো।
আগুনে ঐ ৩ টি পরিবারের সমস্ত কিছু পুড়ে যায় বলে জানান তারা। ভাড়াটিয়া জীবন বিশ্বাস জানান, তার ঘরে একটা সমিতির নগদ ১ লাখ ৭০ হাজার টাকা এবং তার শশুড় এর ৬০ হাজার টাকা ছিলো। সেগুলো বাঁচানো সম্ভব হয় নাই। স্থানীয় অধিবাসী সংবাদকর্মী ঝুলন দত্ত জানান, আগুন লাগার পর প্রথমে স্থানীয় জনগণ আগুন নেভাতে এগিয়ে আসেন।
পরে খবর পেয়ে রাত ৩.১৫ মিনিটে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন হাওলাদার এর নেতৃত্বে ১ টি ইউনিট এসে আগুন নেভাতে সহায়তা করেন এবং রাত ৩.৩০ মিনিটে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারীর নেতৃত্বে ২ টি ইউনিট এসে যোগ দেন। রাত ৩.৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানান, বনগ্রাম আসমা ফার্নিসার এর গোডাউন হতে আগুন এর সুত্রপাত হতে পারে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com