নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার চাচড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর মোল্যা (৬০) কে কুপিয়ে গুরুতর আহত করেছে একদল দূর্বৃত্ত। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ২৬ ( নভেম্বর) সকাল আনুমানিক ১০ টার দিকে নড়াইল পৌর মেয়রের জানাযায় অংশগ্রহনের জন্য বাড়ি থেকে রওনা করলে বাশগ্রাম পল্লী মঙ্গল প্রাথামিক বিদ্যালয়ের সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল দূর্বৃত্ত অতর্কিত হামলা করে এলোপাতাড়ীভাবে কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয় লোকজন মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনো অভিযোগ পাইনি তবে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com