আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘নড়াইল থেকে নির্বাচন করবে মাশরাফি। সে ভালো মানুষ। তাকে ভোট দিয়েন। তবে কোন দল থেকে নির্বাচন করবেন সেটি বলব না।’
মঙ্গলবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কামাল বলেন, ‘আগামী নির্বাচনে সবাই তাকে সহায়তা করবেন।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যদি বিএনপি থেকেও সে দাঁড়ায় তারপরও তাকে সহায়তা করবেন। মাশরাফি বিপিএলে আমার দলের (বিপিএলে) ক্যাপ্টেন ছিল। সবকিছুতে ওর নিজের একটা মতামত থাকে এবং ও সেটা থেকে বের হয় না, নিজের মধ্যেই থাকে। এটা ভালো গুণ।’মন্ত্রী বলেন, ‘মাশরাফি প্রথমবার আমাকে চ্যাম্পিয়ন করল, পরেরবার একেবারে শেষের দিক থেকে প্রথম। তবে যাই হোক, ওটা ওর দোষ ছিল না। হি ওয়াজ মিস গাইডেড।’কোন দল থেকে এবং কোন আসন থেকে মাশরাফি নির্বাচন করবে? সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি সব জানি। কিন্তু এখন বলব না। রোজার দিন, তাই মিথ্যা বলতে পারব না। এ বিষয়ে এখন আর কিছুই বলব না।’তিনি আরও বলেন, ‘আমার ভোট ব্যাংক হলো যারা ক্রিকেট পছন্দ করেন। আমি যখন নির্বাচন করি তখন আমার বয়স ৪৮ বছর। তখন আকরাম খানসহ সবাই আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন। আমি ক্রিকেটের শীর্ষ পদে ছিলাম, আবার পদত্যাগও করেছি। আমি পদত্যাগ না করলে ক্রিকেট শেষ হয়ে যেত।’সভায় ফরিদপুরের মধুখালী থেকে মাগুরা শহর পর্যন্ত রেলপথ নির্মাণের একটি প্রকল্প পাস হয়। জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িও মাগুরায়। নির্বাচনে সাকিব আল হাসানের অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাকিবেরও বয়স হয়েছে। সেও নির্বাচন করতে পারে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com