প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফররত থাইল্যান্ডের রাজকুমারী মহা চক্রি সিরিনধর্ন সৌজন্য সাক্ষাৎ করেছেন। থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন থাইল্যান্ডের রাজকুমারী।বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা হয়।এ সময় থাই রাজকুমারী মহা চক্রি সিরিনধর্ন বাংলাদেশ সফরের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।চার দিনের সফরে আসা থাই রাজকুমারী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। ঘুরে দেখেন সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল। সফরের শেষ দিনে থাইল্যান্ডের রাজকুমারী সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com