কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জের পল্লীতে একটি পরিবার স্থানীয়দের প্রতিহিংসায় অবরুদ্ধ। যাতায়াতের পথের দাবীতে জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বয়বৃদ্ধ গোলাম রসুল গাজী(৬৫)। তিনি কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মৃত আরশাদ আলী গাজীর অসহায় পুত্র। সরেজমিন ও স্থানীয়দের সুত্রে জানাগেছে, দিনমজুর গোলাম রসুল গাজী দীর্ঘ ত্রিশ বছর পুর্বে অনেক কষ্টে রঘুরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পশ্চিম পাশে জমি ক্রয় করে ঘরবেঁধে বসবাস করে আসছিল। ছয়মাস পূর্বে স্কুলের প্রাচীর নির্মান করায় ১৩ সদস্যের এ পরিবারটি এখন অবরুদ্ধ হয়ে পড়েছে। মাত্র একহাত যায়গার উপর দায়ে বহুকষ্টে গোলাম রসুল সহ তার পরিবারের সদস্যরা চলাচল করছে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম শাহাবুদ্দীন আহম্মেদসহ কতিপয়দের প্রতিহিংসায় এহাল অবস্থা হয়েছে বলে গনেষপুর গ্রামের জয়নাল আবেদিনের পুত্র জাহিদ হাসান, রতনপুর গ্রামের আব্দুল জলিল মোড়লের পুত্র জি এম রাজু আহম্মেদ ও আরিফ হায়দার জানান। স্থানীয় ইউপি সদস্য খায়রুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শওকাত হোসেন জানান -গোলাম রসুল গাজীর চলাচলের পথ হিসাবে একটিমাত্র পথ খোলা আছে। আর সেটা হলো তার বাড়ীর দক্ষীন ধারদিয়ে ডাক্তার ফজলুর রহমানের যায়গা ক্রয় করে ডিআরএম আইডিয়াল কলেজের সাথে সমঝোতা করতে হবে, তাহলে সম্ভব। এদিকে গোলাম রসুল গাজী অভিযোগ করেন স্কুল কমিটি মাত্র একহাত যায়গা ছেলে স্থায়ী প্রাচীরটা দিলে চলাচলের আর সমস্যা থাকতোনা। কিন্তু অনেক বলাবলির পরেও মন গলেনী প্রভাবশালী এসএম শাহাবুদ্দীনসহ কতিপয় ব্যাক্তির। এখন জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপে স্থায়ীভাবে চলাচলের পথের ব্যবস্থা গ্রহনে সু-দৃষ্টি কামনা করেন অসহায় গোলাম রসুল।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com